স্ত্রীকে বিয়ে করায় বন্ধুকে খুন
রাসেলের বিরুদ্ধে খুন, অস্ত্র আইন, দস্যুতা, চাঁদাবাজি, চুরি, নারী নির্যাতন ও অন্যান্য ধারার আইনে মোট ১৪টি মামলা রয়েছে।
প্রথম নিউজ, ঢাকা: মামলায় গ্রেপ্তার হয়ে জেলে যান রাসেল। জেলে থাকা অবস্থায় স্ত্রী তাকে তালাক দিয়ে বন্ধুকে বিয়ে করেন। জামিনে বের হয়ে সেই বন্ধুকে খুন করেন তিনি। এ ঘটনায় অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করেছে সিআইডি। আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।
মুক্তা ধর বলেন, প্রায় ৭ বছর পূর্বে নিজেদের পছন্দে লাবণ্য সিদ্দিকা সাথীর (২৬) সাথে রাসেলের বিয়ে হয়। তাদের সংসারে ৫ বছরের একটি সন্তান রয়েছে। চলতি বছরের ২৩ মার্চ দস্যুতার সাথে জতিড় থাকার অভিযোগে রাসেলকে গ্রেপ্তার করে নাটোর থানা পুলিশ। জেলে থাকা অবস্থায় তাকে ডিভোর্স দিয়ে বন্ধু রাকিবকে বিয়ে করে নতুন জীবন শুরু করে তার স্ত্রী।
তিনি বলেন, এ ঘটনায় ক্ষুব্ধ হন রাসেল। প্রতিশোধ নেওয়ার জন্য ছক কষতে থাকেন। জামিনে মুক্তি পেয়ে এলাকায় এসে খুঁজতে থাকে রাকিবকে। ১ জুন কৌশলে রাকিবকে ডেকে এনে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ঘটনার রাকিব হোসেনের বড় ভাই মো. শাকিল হোসেন বাদী হয়ে মো. রাসেল ওরফে কাটা রাসেলকে (৩১) প্রধান আসামি করে পাকশি রেলওয়ে জেলার সান্তাহার রেলওয়ে থানার মামলা করেন। গতকাল রাজধানীর মিরপুর থেকে রাসেলকে গ্রেফতার করে সিআইডি।
রাসেলের বিরুদ্ধে খুন, অস্ত্র আইন, দস্যুতা, চাঁদাবাজি, চুরি, নারী নির্যাতন ও অন্যান্য ধারার আইনে মোট ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে ২টি মামলা তদন্তাধীন ও অবশিষ্ট ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews