গাজীপুরে যুবককে গলা কেটে হত্যা
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের দাবি, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত মেহেদী হাসান তুহিন সিটি করপোরেশনের মজলিশপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি কোনাবাড়িতে একটি মোবাইল কোম্পানির শোরুমে বিক্রয় কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, শুক্রবার সন্ধ্যায় কোনাবাড়ির মোবাইল শোরুম থেকে বের হন তুহিন। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে রাত সাড়ে আটটার দিকে নাওজোড় এলাকায় স্থানীয় কটজ অ্যাপারেল কারখানার সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তার গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ সিআইডি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মালেক খসরু খান জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: