রাস্তায় বের হতেই শিশুকে নিয়ে পালালেন নারী

এ ঘটনায় আজ বৃহস্পতিবার সাভার থানায় মামলা করেন শিশুর মা শিলা বেগম।

রাস্তায় বের হতেই শিশুকে নিয়ে পালালেন নারী

প্রথম নিউজ,সাভার: সাভারে খেলার জন্য বাসার বাইরে বের হতেই জামেলা (৩) নামের এক শিশুকে কোলে তুলে নিয়ে পালিয়ে যান বোরকা পরা এক নারী। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সাভার থানায় মামলা করেন শিশুর মা শিলা বেগম।

গতকাল বুধবার (৯ মার্চ) সাভারের থানা রোড এলাকার সুপারশপ স্বপ্নের সামনে এ ঘটনা ঘটে। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করলে দেখা যায় ওই নারী শিশুকে নিয়ে দ্রুত হেঁটে যান। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান রাসেল।

চুরি যাওয়া শিশু জামেলা রাজবাড়ী জেলার বাসিন্দা। শিশুর নানি ও মা শিলা বেগম থানা রোড এলাকার সুপার শপ স্বপ্নের পেছনে মৃত আরব আলীর বাড়িতে ভাড়া থাকেন।

শিশুর মা শিলা বেগম বলেন, প্রায় চার বছর ধরে আমার স্বামী আমাকে ভরণপোষণ দেন না। আমি ১০ বছর আগে রাজবাড়ী থেকে সাভারে আসি। এখানেই স্বামীসহ থাকতাম। স্বামী আমাকে রেখে চলে গেছেন। আমি মানুষের বাসায় কাজ করে মেয়ের খরচ ও সংসার চালাই। গতকাল আমি কাজে গেলে দুপুর ১২টার দিকে আমার মেয়ে রাস্তায় বের হয়। এ সময় বোরকা পরা নারী তাকে কোলে নিয়ে চলে যায়। বিষয়টি আমরা সিসি ক্যামেরার ফুটেজে দেখে নিশ্চিত হই। গতকাল থেকে খোঁজাখুঁজির পর না পেয়ে আজ থানায় মামলা করি।

মামলার তদন্ত কর্মকর্তা আতিকুর রহমান রাসেল বলেন, আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। সেখানে এক বোরকা পরা নারী রাস্তায় শিশুটিকে পাওয়ামাত্রই কোলে তুলে নিয়ে চলে যায়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মইনুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা করা হয়েছে। আমরা শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা শুরু করেছি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom