সাগর-রুনি হত্যার বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডিইউজের স্মারকলিপি

গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করেন।

সাগর-রুনি হত্যার বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডিইউজের স্মারকলিপি
সাগর-রুনি হত্যার বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডিইউজের স্মারকলিপি

প্রথম নিউজ, অনলাইন: সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দ্রুতই প্রকাশ করা হবে। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করেন। সেখানে সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন তারা। এ সময় স্মারকলিপির বিষয়বস্তু তুলে ধরেন ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন। ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী সারা দেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা ও নানা সমস্যা তুলে ধরেন।

সাংবাদিকদের দাবি-দাওয়ার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তকারী সংস্থা এই (সাগর-রুনি) হত্যার উপযুক্ত তথ্য-উপাত্ত সংগ্রহের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উপযুক্ত তথ্য-প্রমাণ ছাড়া একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হলে তা নিয়ে বিশ্বাস-অবিশ্বাস দেখা দিতে পারে। আমি আশা করছি, অতি দ্রুত তদন্তকারী সংস্থা প্রতিবেদনটি প্রকাশ করতে পারবে। স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন ডিইউজের সহসভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, দফতর সম্পাদক আমানউল্লাহ আমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, নির্বাহী পরিষদ সদস্য মহিউদ্দিন পলাশ, আনোয়ার হোসেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রতিবেদন পেছানো হচ্ছে বারবার। আর যেন পেছানো না হয়। শুধু সাগর-রুনি নয়, সাংবাদিক মানিক সাহা, হুমায়ুন কবির বালুসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। অনশন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, গত ১১ বছরেও সাগর-রুনি হত্যার বিচার হয়নি, বারবার পিছিয়েছে। গত ১১ বছরে ১১০০ বার আমরা সাগর-রুনিসহ সব সাংবাদিকের বিচার দাবিতে দাঁড়িয়েছি।
ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় অনশন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি আল মামুন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক যুগ্ম মহাসচিব জাকারিয়া কাজল, বিএফইউজের সাবেক নেতা শাহনেওয়াজ দুলাল প্রমুখ।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: