সুখবর দিলেন বুবলী
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী গত কয়েক দিন ধরে বেশ আলোচনায় আসছেন
প্রথম নিউজ, ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী গত কয়েক দিন ধরে বেশ আলোচনায় আসছেন। এবার সুখবর নিযে হাজির হয়েছে তার ভক্ত অনুরাগীদের কাছে।
বুবলি ও সাইমন সাদিক প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন জাকির হোসেন রাজু পরিচালিত 'চাদর' সিনেমায়। গত ১৪ দিন ধরে তারা শুটিং করছেন ঢাকার বিভিন্ন লোকেশনে।
এ সিনেমায় আরও অভিনয় করছেন রাশেদ মামুন অপু, মনিরা মিঠু, সীমান্তসহ অনেকেই। সরকারি অর্থায়নে সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
সাইমন সাদিক বলেন, গত ১৪ দিন চাদর সিনেমায় শুটিং করছি। দারুণ গল্পের একটা সিনেমা। এখানে একজন কবির চরিত্রে অভিনয় করছি আমি। দর্শকরা মুগ্ধ হবেন সিনেমাটা দেখে এইটুক বলতে পারি।
বুবলি বলেন, গত ১৪ দিন ধরে চাদর সিনেমার শুটিং করছি। এ সিনেমায় অভিনয় করে ইতিহাসের অংশ হতে পারছি দেখে ভালো লাগছে। আমার অভিনীত চরিত্রটিতে অভিনয় করার সুযোগ আছে। 'চাদর' সিনেমাটা দিয়ে এফডিসি অনেক বছর পর সিনেমা প্রযোজনা করছে, এটি সত্যি আমার জন্য ভালোলাগার ঘটনা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews