মুক্তি পেল সিয়াম-নোভার সিনেমা, দেখবেন যেসব হলে
প্রথম নিউজ, ডেস্ক : বছরের শেষ আলোচিত সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে ‘মৃধা বনাম মৃধা’। আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশের ৩০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে এটি। সিনেমাটির নির্মাতা রনি ভৌমিক একটি হললিস্ট প্রকাশের মাধ্যমে খবরটি জানিয়েছেন।
এটি রনি ভৌমিকের প্রথম সিনেমা। এর আগে তিনি ছোট পর্দায় প্রচুর কাজ করেছেন। প্রশংসাও পেয়েছেন। কয়েকদিন আগে সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল। সেখানে শোবিজ জগতের মানুষেরা অংশ নেন। ‘মৃধা বনাম মৃধা’ দেখে তখন প্রায় সবার চোখেই ঝরেছিল অশ্রু।
সিনেমাটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, সিয়াম আহমেদ ও নোভা ফিরোজ। বাবা-ছেলের সম্পর্ক, পরিবারের স্পর্শকাতর কিছু দিক নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। এতে আরও অভিনয় করেছেন সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টাচার্য, তৌফিকুল ইসলাম ইমন, মাসুদুল আমিন রিন্টু প্রমুখ।
যেসব সিনেমা হলে দেখবেন ‘মৃধা বনাম মৃধা’:
ঢাকার ভেতরে
স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিং মল, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), মধুমিতা, চিত্রামহল, আনন্দ, শ্যামলী, গীত, বিজিবি, ও সেনা অডিটোরিয়াম।
ঢাকার বাইরে
নিউ গুলশান (জিঞ্জিরা), বর্ষা (জয়দেবপুর), মণিহার (যোশর), নন্দিতা (সিলেট), অভিরুচি (বরিশাল), রূপকথা (পাবনা), সেনা অডিটোরিয়াম (সাভার), চন্দ্রিমা (শ্রীপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), মালঞ্চ (টাঙ্গাইল), রূপকথা (শ্রীপুর), চাঁদমহল (কাঁচপুর), মধুবন (বগুড়া), লিবার্টি (খুলনা), শঙ্খ (খুলনা), রুটস সিনে ক্লাব (সিরাজগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), সুগন্ধা (চট্টগ্রাম) ও বনলতা (ফরিদপুর)।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: