ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
প্রথম নিউজ, ডেস্ক : ছেলে আরিয়ান খান কারাবাস শেষে ঘরে ফিরেছে। স্বস্তি ফিরেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের মনে। স্বস্তিতে আছে ‘বাদশাহ’র পরিবারও। ছেলে জামিনে মুক্ত হওয়ার পর আবারও কাজে ব্যস্ত হয়ে উঠেছেন শাহরুখ। ব্যবসার দেখাশোনা করছেন।
সম্প্রতি গিয়েছিলেন দিল্লিতে। সেখান থেকে মুম্বাই ফিরলেন রোববার। জানা গেছে, এক বিশেষ মিটিংয়ের জন্য দিল্লি গিয়েছিলেন তিনি।
এয়ারপোর্টে তিনি ধরাও পড়েন পাপারাজ্জিদের ক্যামেরায়। তবে পাপারাজ্জিদের চোখ এড়াতে এদিন এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠতে গিয়ে ছাতা দিয়ে ঘিরে ফেলা হয় শাহরুখকে। কেন ক্যামেরার সামনে আসতে চাইছেন না কিং খান, সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
এদিকে জানা গেল, মিডিয়ার প্রতি সসবসময়ই সহনশীলতা দেখানো শাহরুখ খান তার ছেলে আটকের পর মিডিয়ার অপতৎপরতায় বিরক্ত। মিডিয়ার অনেকে তাই অনেক চেষ্টা করলেও আরিয়ানকে নিয়ে এখনও অবধি একটি কথাও বলেননি শাহরুখ। এমনকি এবছর জন্মদিনে ভক্তদেরও দেখা দেননি এ অভিনেতা।
শোনা যাচ্ছে, এবার আরিয়ানের বিষয়ে নিস্তব্ধতা ভাঙতে চলেছেন শাহরুখ। ইতোমধ্যেই আমেরিকা ও ইউকের বেশ কয়েকটি মিডিয়া যোগাযোগ করেছে শাহরুখের সঙ্গে। এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থা তার সাক্ষাৎকার চেয়েছে। তবে কখন কবে কোন মিডিয়ার কাছে মুখ খুলবেন শাহরুখ সে বিষয়ে কিছুই এখনো স্পষ্ট নয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: