সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কন্ঠরোধ করলে মেনে নেবো না: জিএম কাদের
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি আরো আগেই বাতিল করা উচিত ছিলো।
প্রথম নিউজ, ঢাকা: আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি আরো আগেই বাতিল করা উচিত ছিলো।
আজ এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, সাইবার নিরাপত্তা আইন ২০২৩ আইন প্রনয়ণের ঘোষণা দিয়েছে সরকার। তিনি আশা প্রকাশ করে বলেন, সাইবার নিরাপত্তা আইন যেনো নিবর্তন মূলক না হয়। সাইবার নিরাপত্তা আইন যেন মানুষের মৌলিক ও মানবাধিকারের পরিপন্থী না হয়। সাইবার নিরাপত্তা আইন যেন ভিন্নমত দমনের হাতিয়ার না হয়। সাইবার নিরাপত্তা আইন গণমাধ্যমের কন্ঠরোধ করলে আমরা তা মেনে নেবো না। গণমানুষের অধিকার নিশ্চিত করেই সাইবার নিরাপত্তা আইন প্রনয়ণের দাবিও জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।