শ্রীপুরে ডিবি পরিচয়ে তুলে নিয়ে ৫ লাখ টাকা ছিনতাই
গাজীপুরের শ্রীপুরে এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডের
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেডের ডিপো ম্যানেজার জাকির হোসেনকে ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে তুলে নিয়ে ৫ লাখ ২২ হাজার ৯ শত টাকা ছিনিয়ে নিয়েছে দুবৃত্তরা।রোববার দুপুর ২টার দিকে উপজেলার নগরহাওলা গ্রামের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ডিপোর সমন্বয়ক হোসাইন মোবারক জানান, ব্যাংকে টাকা জমা রাখতে দুপুর পৌনে ২টার দিকে জাকির হোসেন জৈনাবাজার এলাকার ডিপো অফিস থেকে বের হন। এ সময় দুর্বৃত্তরা সড়কে তার গতিরোধ করে অস্ত্রের মুখে তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
পরে দুর্বৃত্তরা সব টাকা ছিনিয়ে নিয়ে জাকিরকে পাশের ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভরাডোবা এলাকায় ফেলে রেখে যায়। প্রত্যক্ষদর্শী জালাল উদ্দীন জানান, দুপুর ২টার দিকে জাকির হোসেন একটি ব্যাগ হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে একটি সাদা রঙের মাইক্রোবাস থেকে কয়েকজন ডিবির পোশাক পরিহিত লোক তার গতিরোধ করে ও তাকে মাদক ব্যবসায়ী বলে টেনে হেঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ মাহফুজ, অপারেশন গোলাম সারোয়ারসহ গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িত ডিবির ছদ্মবেশ ধারণকারীদের গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছেন ওসি খোন্দকার ইমাম হোসেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: