খালেদা জিয়ার মুক্তি ও দীর্ঘায়ু কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল

প্রথম নিউজ,ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার বিকেলে উত্তর বাজারস্থ ঈদগা মাঠ প্রাঙ্গনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া পূর্বে তারাকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হেকিম মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার,সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক,উপজেলা যুবদলে ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল ও যুগ্ম আহবায়ক রাসেল মন্ডল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র নেতা ইয়াসিন আলী,মুখলেছুজ্জামান মুকুল,আবু হানিফ,ছায়াদুল হক মন্ডল,রাকিব তালুকদার,জেলা (উত্তর) মৎস্যজীবিদলের আহবায়ক হযরত অহম্মেদ সাকিব,উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল,সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও আশরাফুল আলম,আজুহারুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলনেতা ফজলুল হক, আমির হাসান স্বপন,জহিরুল হক,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদ আহাম্মেদ আকন্দ,আবু রায়হান ও ছাত্রদল নেতৃবৃন্দ।