লস অ্যাঞ্জেলসের চ্যালেঞ্জিং পুঁজিতে সাকিবের অবদান

লস অ্যাঞ্জেলসের চ্যালেঞ্জিং পুঁজিতে সাকিবের অবদান

প্রথম নিউজ, ডেস্ক :লস অ্যাঞ্জেলস নাইট রাউডার্সের হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট   (এমএলসি) খেলতে গেছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে ব্যাট হাতে ১৩ বলে ১৮ আর বল হাতে ৩৩ রান খরচায় নিয়েছিলেন ১ উইকেট। তবে সাকিবের অনুজ্জ্বল দিনেও জয় পেয়েছিল তার দল লস অ্যাঞ্জেলস।

আজ দ্বিতীয় ম্যাচে সানফ্যান্সিসকো ইউনিকর্নের বিপক্ষেও চ্যালেঞ্জিং পুঁজি গড়েছে লস অ্যাঞ্জেলস। তবে আজকের ম্যাচে ব্যাট হাতে বড় রেখেছেন সাকিব। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। ২৬ বল খেলে ৬টি চারের মারে ৩৫ রান করেছেন সাকিব।

লস অ্যাঞ্জেলসের হয়ে আজ সর্বোচ্চ রান করেছেন আন্দ্রে রাসেল। ২৫ বলে অপরাজিত ৪০ করেছেন এই ক্যারিবিয়ান। আর ১৮ বলে ২৬ রান করেছেন ওপেনার জেসন রয়।দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলারের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ২৪ রান। এতে লস অ্যাঞ্জেলসের পুঁজি দাঁড়িয়েছে ৬ উইকেটে ১৬৫ রান। অর্থাৎ সাকিবের দলের টানা দ্বিতীয় জয় পেতে হলে সানফ্যান্সিসকো ইউনিকর্নকে এই রানের মধ্যে আটকাতে হবে।


 ‍ৃৃ