লাইভ শো চলাকালে রেডিও জকির মৃত্যু

ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে। মারা যাওয়া রেডিও জকির নাম টিম গফ

লাইভ শো চলাকালে রেডিও জকির মৃত্যু
লাইভ শো চলাকালে রেডিও জকির মৃত্যু-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে। মারা যাওয়া রেডিও জকির নাম টিম গফ। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে ‘জেনএক্স রেডিও’-এর সকালের একটি অনুষ্ঠান লাইভ করার সময় তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে টিম গফের।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিনের মতো এফএম চ্যানেলে সকালের ‘ব্রেকফাস্ট শো’ সঞ্চালনা করছিলেন টিম গফ। শ্রোতাদের বাজিয়ে শোনাচ্ছিলেন গান, বলছিলেন কথা। কিন্তু মাঝপথেই থেমে যায় সেই সংগীত।

কিছুক্ষণ পর গান ফের চালু হয়ে গেলেও ফিরলেন না শোয়ের সঞ্চালক টিম গফ। অনুষ্ঠান চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হন তিনি। অনুরাগীদের জন্য গান বাজাতে বাজাতেই মৃত্যু হলো এই আরজের।

৫৫ বছর বয়সি টিম গফ ছিলেন ব্রিটেনের সাফ্লকের বাসিন্দা। তার কর্মস্থল জেন এক্স রেডিওর এক কর্মকর্তা জানান, আশির দশক থেকে রেডিওর সঙ্গে যুক্ত টিম। বছরখানেক আগে অবসর নেন কাজ থেকে।

কিন্তু কিছু দিন আগেই ‘জেন এক্স রেডিও’-র জন্যই অবসর ভেঙে ফিরে আসেন তিনি। চ্যানেলটির সূচনালগ্ন থেকেই তাদের সঙ্গে কাজ করছিলেন টিম। এতই কাজপাগল ছিলেন যে, নিজের বাড়িতেই একটি স্টুডিও বানিয়ে নেন এবং মৃত্যুর সময় সেখানে বসেই কাজ করছিলেন তিনি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom