আফগানিস্তানে বন্দুকধারীর হামলায় নিহত ৩
প্রথম নিউজ ডেস্ক: আফগানিস্তানের জালালাবাদে বন্দুকধারীর হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তালেবানের দুই সদস্য রয়েছে।
আজ বুধবার জালালাবাদ শহরে একটি চেকপয়েন্টে এ হামলা হয়। নিরাপত্তা সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানায় আরব নিউজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিকশায় করে অজ্ঞাত বন্ধুকধারী জালালাবাদ শহরের একটি চেকপোস্টে হামলা চালিয়ে তালেবানের দুই সদস্যকে হত্যা করে। এ সময় এক বেসামরিক নাগরিকও নিহত হন।
তালেবানের এক কর্মকর্তা এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার দাবি, যারা নিহত হয়েছেন তারা সবাই বেসামরিক নাগরিক।