মুন্সীগঞ্জে যুবককে হাতুড়ি দিয়ে পেটালেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা

মুন্সীগঞ্জে যুবককে হাতুড়ি দিয়ে পেটালেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা

প্রথম নিউজ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে আবু বক্কর (২৬) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। সোমবার (৩০ জুন) দুপুরে শহরের হাটলক্ষিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবু বক্কর নরসিংদী জেলার আদম আলী বেপারীর ছেলে। তিনি হাটলক্ষিগঞ্জ এলাকায় ভাড়া বাসায় থেকে দিনমজুর হিসেবে কাজ করেন এবং লঞ্চে ফেরি করে মালামাল বিক্রি করেন।

জানা গেছে, ঘটনার দিন অভিযুক্ত সাগর আবু বক্করকে ডেকে নেন। পরে সেখানে কথা-কাটাকাটি হলে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, অভিযুক্ত সাগর হাটলক্ষিগঞ্জ এলাকার শুক্কুর আলীর ছেলে এবং ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। বিগত আওয়ামী লীগ সরকার আমলে অভিযুক্ত সাগরসহ তার সহযোগীরা স্থানীয় তথাকথিত বিএনপি নেতাদের কর্মীদের ছত্রছায়ায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এছাড়াও তারা বিভিন্ন নামে-বেনামে ফেসবুক আইডি খুলে বিভিন্ন জনের নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে এবং এদের শেল্টার দিচ্ছে তথাকথিত কিছু বিএনপি নেতা।
এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।