ব্রাজিলিয়ান ক্লাবের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় ইন্টার মিলানের

প্রথম নিউজ, খেলা ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপে অঘটনের শিকার হলো ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। শেষ ষোলোর ম্যাচে তাদের ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। বাংলাদেশ সময় মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে যুক্তরাষ্ট্রের শার্লটের ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় ফ্লুমিনেন্স। ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন জার্মান ক্যানো। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পেলেও ইন্টারের রক্ষণভাগ সেগুলো ঠেকিয়ে দেয়।