পাইরেসির কবলে তারকাবহুল ‘কান্নাপ্পা’

পাইরেসির কবলে তারকাবহুল ‘কান্নাপ্পা’

প্রথম নিউজ, অনলাইন: দক্ষিণ ভারতীয় সিনেমায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক ঐতিহাসিক চরিত্র—‘কান্নাপ্পা’। বিষ্ণু মঞ্চু অভিনীত এবং মুকেশ কুমার সিং পরিচালিত এই মহা বাজেটের পৌরাণিক ছবিটি মুক্তির আগেই ব্যাপক আলোচনায় আসে। তারকাসমৃদ্ধ কাস্ট ও দর্শকনন্দিত ট্রেলারের পর সিনেমাটি ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে। তবে মুক্তির সঙ্গে সঙ্গেই এক অভিশপ্ত চক্রে জড়াল এটি, যার নাম পাইরেসি।

২৭ জুন শুক্রবার মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম তিনদিনে ২৩.৭৫ কোটি টাকা আয় করে। কিন্তু রবিবারে (২৯ জুন) ছুটির দিন হয়েও সিনেমাটির আয় গিয়ে ঠেকে মাত্র ৭.২৫ কোটিতে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, এই পতনের অন্যতম প্রধান কারণ সিনেমাটির পাইরেটেড কপি অনলাইনে ফাঁস হওয়া। ‘কান্নাপ্পা’ চরমভাবে পাইরেসির শিকার হয়েছে।
ইতোমধ্যে ৩০ হাজারের বেশি অবৈধ লিংক সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে। 

‘কান্নাপ্পা’র অন্যতম আকর্ষণ এর তারকাবহুল উপস্থিতি। কেন্দ্রীয় চরিত্রে বিষ্ণু মঞ্চুর সঙ্গে আছেন প্রীতি মুখুন্ধন, কাজল আগরওয়াল, আর. শরথকুমার। এর বাইরে বিশেষ চরিত্রে পর্দা কাঁপিয়েছেন অক্ষয় কুমার, প্রভাস এবং মোহনলাল—যা দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

পৌরাণিক কাহিনিনির্ভর সিনেমাটির বাজেট প্রায় ২০০ কোটি টাকা। অর্থাৎ লাভে পৌঁছতে হলে সিনেমাটিকে বড় ধরনের ব্যবসা করতেই হতো। কিন্তু পাইরেসির কারণে এর থিয়েটার আয়ের ধারাবাহিকতা ভেঙে যায়, ফলে এখন সেইফ জোনে পৌঁছানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এর আগে ‘গেম চেঞ্জার’ (রাম চরণ), ‘থাণ্ডেল’ (নাগা চৈতন্য) ও ‘থুদারুম’ (মোহনলাল) এর মতো বিগ বাজেট দক্ষিণী সিনেমাও অনলাইনে ফাঁস হওয়ার ফলে ক্ষতির মুখ দেখেছে। ‘গেম চেঞ্জার’-এর একটি এইচডি কপি মুক্তির দিনই একটি স্থানীয় টিভি চ্যানেলে সম্প্রচার হয়, যার পর গ্রেপ্তার করা হয় জড়িতদের।