৭ গোলের থ্রিলারে আল হিলালের ইতিহাস, সিটির বিদায়

৭ গোলের থ্রিলারে আল হিলালের ইতিহাস, সিটির বিদায়

প্রথম নিউজ, খেলা ডেস্ক: ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে বিদায় করে অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। টানটান উত্তেজনায় ভরা ম্যাচে ইংলিশ জায়ান্টদের ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা। আগামী শুক্রবার শেষ আটে তাদের মুখোমুখি হবে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। ওই দলটিও অঘটনের জন্ম দিয়ে ২-০ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে।

প্রথমার্ধে আধিপত্য দেখিয়েই ম্যাচ শুরু করে ম্যানচেস্টার সিটি। দশ মিনিটের মধ্যেই গোল পায় তারা। আল হিলালের রক্ষণভাগ বল পরিষ্কার করতে ব্যর্থ হলে সুযোগ লুফে নেন অধিনায়ক বের্নার্দো সিলভা। এরপর ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল সিটি। তবে আল হিলালের গোলরক্ষক বোনো দৃঢ়তায় রুখে দেন সাভিনহো ও ইলকায় গুন্দোগানের শট।
প্রথমার্ধে গোলের জন্য ধুঁকলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আল হিলাল। বিরতির মাত্র ৪৪ সেকেন্ড পর সমতায় ফেরান দলটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লিয়ান্দ্রো। ৫২ মিনিটে ম্যালকমের গোলে এগিয়ে যায় সৌদি ক্লাবটি। তবে তিন মিনিট পর কর্নার থেকে হেডে গোল করে সিটিকে সমতায় ফেরান আর্লিং হাল্যান্ড। ম্যাচের বাকি সময়জুড়ে দুই দলই একাধিক সুযোগ সৃষ্টি করলেও গোলের দেখা মেলেনি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের ৯৪তম মিনিটে হেডে গোল করে আল হিলালকে এগিয়ে নেন কালিদু কুলিবালি। তবে ১০৪ মিনিটে ফিল ফোডেন গোল করে ম্যাচে ফেরান সিটিকে। কিন্তু শেষ হাসি হেসেছে আল হিলালই। খেলা শেষ হওয়ার আট মিনিট আগে মার্কোস লিয়ান্দ্রো নিজের দ্বিতীয় গোল করে দলকে স্মরণীয় এক জয় এনে দেন।