শতবর্ষী কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন, নেভাতে ব্যর্থ দমকলবাহিনী

শতবর্ষী কড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন, নেভাতে ব্যর্থ দমকলবাহিনী

প্রথম নিউজ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে শতবর্ষী এক কড়াই গাছের ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে। এনিয়ে স্থানীয়দের মাঝে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অনেকে বলছেন, এটা আগুন ধরিয়ে দেয়া হয়েছে আবার কেউ বলছে এটা আল্লাহ প্রদত্ত আগুন। এদিকে সকালে দমকলবাহিনী গিয়ে সেই গাছের আগুন নেভাতে ব্যর্থ হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) সকালে এমন বিস্ময়কর ঘটনাটি ঘটেছে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশনে।  এঘটনাটি সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হলে উপজেলার বিভিন্ন এলাকার লোকজন, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ছুটে আসেন দেখতে। 

এসময় স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, আমরা লোকমুখে খবর পাই যে রমনার গাছে আগুন লেগেছে। তাই এসে দেখি আসলেই ঘটনা সত্যি গাছে আগুন লেগেছে। তারপর শুনলাম ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। আসলে এ আগুন কোথা থেকে আসলো আমরাও বুঝতে পারছিনা। স্কুল পড়ুয়া শিক্ষার্থী মিষ্টি বলেন, আমি সকালে স্কুলে এসে শুনতে পাই গাছের ভেতর আগুন জ্বলছে। পরে বান্ধবীদের সাথে এখানে দেখতে এসেছি। 
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক জানান, গাছটি রেলওয়ের জায়গায় আছে। আমরা ঘটনাস্থলে সকালে গিয়েছিলাম। পরে ফায়ারসার্ভিস আগুন নেভানোর জন্য সকল দিক থেকে চেষ্টা করেও আগুন নেভানো যায়নি। পরে রেলওয়ে ও বনবিভাগ কে বিষয়টি জানানো হয়েছে, এখন তারা সিদ্ধান্ত নেবে গাছটির ব্যাপারে।