নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ২০

একটি মার্কেটে এবং বেশ কয়েকটি গাড়িতে হামলা চালানো হয়

নাইজেরিয়ায় বন্দুক হামলায় নিহত ২০

প্রথম নিউজ ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার সোকোটো রাজ্যে বন্দুকধারীর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। একটি মার্কেটে এবং বেশ কয়েকটি গাড়িতে এ হামলা চালানো হয়। স্থানীয় সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে এ তথ্য।

সোকোটোর পুলিশবিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির জানিয়েছেন, মোটরসাইকেলে করে সশস্ত্র অস্ত্রধারীরা এসে বিক্ষিপ্তভাবে গুলি করে, এতে বেশ কয়েকজন নিহত হয়।

সোকোটো পুলিশের একজন মুখপাত্র হামলার কথা নিশ্চিত করলেও কত জন নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানাননি।

এদিকে, সোকোটোর পার্লামেন্টের স্থানীয় সদস্য হুসেইন বোজা এ হামলার জন্য বিরাজমান নিরাপত্তাহীনতাকে দায়ী করেছেন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom