শহীদ জেহাদের স্মৃতিস্তম্ভে ছাত্রদলের শ্রদ্ধা

দৈনিক বাংলা মোড়ে অবস্থিত স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতাকর্মীরা

শহীদ জেহাদের স্মৃতিস্তম্ভে ছাত্রদলের শ্রদ্ধা

প্রথম নিউজ, ঢাবি প্রতিবেদক: ১৯৯০ সালের ১০ অক্টোবর স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে শহীদ নাজির উদ্দিন জেহাদ মৃত্যুবার্ষিকি উপলক্ষে শহীদ জেহাদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ রবিবার সকাল ৯টায় রাজধানীর দৈনিক বাংলা মোড়ে এ পুষ্পস্তবক অর্পণ করে ছাত্রদল।  ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পন করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন,সহ সভাপতি জাকিরুল ইসলাম, মামুন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, মহিউদ্দীন রাজু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র যুগ্ম- আহ্বায়ক আখতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম- আহ্বায়কবৃন্দ,  ইডেন কলেজের সদস্য সচিব সাঞ্জিদা আক্তার তুলি,বিভিন্ন হলের নেতাকর্মীরা ও ছাত্রদলের বিভিন্ন কলেজ , মহানগর ইউনিটের নেতাকর্মীরা।

উল্লেখ্য,১৯৯০ সালের ১০ অক্টোবর স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন নাজির উদ্দিন জেহাদ। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার নবগ্রামে।

জানতে চাইলে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, শহীদ জিহাদের আত্মদান আমাদের স্বৈরাচারবিরোধি আন্দোলনের প্রেরণা। দেশমাতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ পতনের আন্দোলনে প্রান দিয়েছিলেন জিহাদ। আজ আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়ছি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে।যুগে যুগে গণতন্ত্রের জন্য ছাত্রদলের এই লড়াই অব্যাহত থাকবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom