পটুয়াখালীতে ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণী, প্রেমিক আবু বকর গ্রেফতার
বিয়ের প্রলোভনে ধর্ষণ
প্রথম নিউজ, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকিতে বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার এক তরুণী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে শুক্রবার (৮ অক্টোবর) সকালে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলায় ওই তরুণীর প্রেমিক আবু বকর সর্দারকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আবু বকর সর্দার ওই এলাকার আবদুল বারেক সর্দারের ছেলে।
মামলার অভিযোগে জানা যায়, ধর্ষক আবু বকর সর্দারের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দিনমজুর বাবা ও মায়ের অনুপস্থিতির সুযোগে গত ৮ এপ্রিল বিয়ের প্রলোভনে ওই তরুণীকে ধর্ষণ করে আবু বকর। এরপর থেকে প্রায়ই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এতে ওই তরুণী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
তরুণীর শারীরিক পরিবর্তনে পিতা-মাতা ও স্বজনদের কাছে ওই তরুণী ঘটনা জানায়। পরে বিষয়টি ধর্ষক আবু বকর ও তার পরিবারকে জিজ্ঞাসা করতে গেলে তারা অস্বীকার করে। নিরুপায় হয়ে ধর্ষিতা তরুণীর বাবা ঘটনার সুবিচার চেয়ে দুমকি থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষক আবু বকরকে গ্রেপ্তার করে।
দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, এ ঘটনায় অভিযুক্ত আবু বকরকে গ্রেপ্তার করে আদারতে সোপর্দ করা হয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews