রাজশাহী বিশ্ববিদ্যালয়: পর্যাপ্ত ক্লাসের দাবিতে মাস্টার্স শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

মঙ্গলবার (৬ জুন) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ কলাভবনে বিভাগটির সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: পর্যাপ্ত ক্লাসের দাবিতে মাস্টার্স শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

প্রথম নিউজ  রাবি: পর্যাপ্ত ক্লাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ জুন) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ কলাভবনে বিভাগটির সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, পর্যাপ্ত ক্লাস না হওয়ায় বিভাগের অধিকাংশ শিক্ষার্থী ডিস-কলেজিয়েট ও নন-কলেজিয়েট হয়েছেন। বিভাগটিতে প্রায় ১১০ জন শিক্ষার্থী আছেন। মাস্টার্সের ছয়টি কোর্সের প্রতিটিতে ৩০টি ক্লাস হওয়ার কথা থাকলেও পর্যাপ্ত ক্লাস নেননি শিক্ষকরা। কোনো শিক্ষকই ৩০টি ক্লাস পূর্ণ করতে পারেননি বলে শিক্ষার্থীদের অভিযোগ। অধিকাংশ শিক্ষকই ২০টিরও কম ক্লাস নিয়েছেন বলে জানা গেছে।

বিভাগের ১১০ শিক্ষার্থীর মধ্যে ডিস-কলেজিয়েট শিক্ষার্থীর সংখ্যা ৪৮ জন, নন-কলেজিয়েট শিক্ষার্থী ৩৬ জন এবং পরিপূর্ণ ক্লাস তথা কলেজিয়েট হয়েছেন মাত্র ১৪ জন শিক্ষার্থী। আর বিভাগের অ্যাকাডেমিক সভার সিদ্ধান্ত অনুযায়ী, ডিস-কলেজিয়েট শিক্ষার্থীরা মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষায় বসতে পারবেন না। এ বিষয়ে বিভাগের সভাপতির সঙ্গে দেখা করেও কোনোরকম আশ্বাস না পেয়েই আন্দোলনে বসেন তারা।

শিক্ষার্থীদের দাবি, পর্যাপ্ত ক্লাস হলে তাদের সবারই কলেজিয়েট আসবে এবং তারা চূড়ান্ত পরীক্ষায় বসতে পারবেন। তাই পর্যাপ্ত ক্লাস নেওয়ার দাবি জানিয়ে আন্দোলনে বসেন তারা। পর্যাপ্ত ক্লাস না হলে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া এনামুল হোসাইন বলেন, আমাদের প্রতিটি কোর্সের পর্যাপ্ত ক্লাস হয়নি। কিছু সমস্যার কারণে আমরাও কিছু ক্লাস করতে পারিনি। মাস্টার্সের ফরম পূরণ করতে গিয়ে দেখি আমাদের অনেকরই নন-কলেজিয়েট আসছে। পর্যাপ্ত ক্লাস হলে আমরা কলেজিয়েট হয়েই পরীক্ষা দিতে পারবো। তাই পর্যাপ্ত ক্লাসের দাবিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

ইমরান হোসেন নামে আরেক শিক্ষার্থী বলেন, আমরা ৪৮ জন শিক্ষার্থী ডিস-কলেজিয়েট হয়েছি। পর্যাপ্ত পরিমাণে ক্লাস না হওয়ায় আমরা সবাই ডিস-কলেজিয়েট হয়েছি। পর্যাপ্ত ক্লাস হলে আমাদের কলেজিয়েট আসবে। পর্যাপ্ত ক্লাস নিয়ে পরীক্ষা নেওয়ার দাবি নিয়ে আমরা এখানে এসেছি। পর্যাপ্ত ক্লাস না হলে আমাদের আন্দোলন চলবে।

কলেজিয়েট হয়েও বন্ধুদের ছাড়া পরীক্ষা দেবেন না রেদোয়ানুল ইসলাম। তিনি বলেন, আমি কলেজিয়েট হয়েছি তবুও বন্ধুদের ছাড়া পরীক্ষা দেবো না। তাই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি।

এ বিষয়ে জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফ-উজ-জামান বলেন, শিক্ষার্থীরা অনেকেই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। এ ফরমগুলো আজকে অ্যাকাডেমিক সভায় উত্থাপন করা হয়। যারা ডিস-কলেজিয়েট তারা পরীক্ষায় বসতে পারবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাকাডেমিক সভার সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা আমার নেই।

পর্যাপ্ত ক্লাস হয়নি এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেক শিক্ষক শিক্ষার্থী না পেয়ে ক্লাস থেকে ফিরে এসেছেন। শিক্ষার্থীরা বলেছেন, ক্লাস না করেও পরীক্ষা দেওয়া যায়। এজন্যই পর্যাপ্ত ক্লাস হয়নি।