রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

 রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর মিরপুরের ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. রিজভী আহমেদ সাদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) মধ্যরাতের দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের দুলাভাই মো. গোলাম মর্তুজা শরীফ জানান, গতরাতে রিজভী মোটরসাইকেল চালিয়ে ৩০০ ফিট এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন। এসময় গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরত জানান, নিহত রিজভী মিরপুরের কাফরুল এলাকায় থাকতেন। তার বাবার নাম জাহাঙ্গীর আলম।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছের। তিনি জানান মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।