মেয়র আতিক ও ভূমিমন্ত্রীর পদত্যাগ দাবি

শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের গণপদযাত্রা

মেয়র আতিক ও ভূমিমন্ত্রীর পদত্যাগ দাবি
মেয়র আতিক ও ভূমিমন্ত্রীর পদত্যাগ দাবি

প্রথম নিউজ, অনলাইন: রাজধানীর মিরপুর ১৪ নম্বরে ভাষানটেক থানার আওতাধীন ১৫০ বিঘা জমির ওপর অবস্থিত ভাষানটেক পুনর্বাসন প্রকল্প এবং ঢাকার বিজয় স্মরণীস্থ কলমিলতা বাজারের ক্ষতিপূরণ প্রদানে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে ৬ দফা দাবি বাস্তবায়নে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ফ্রিডম ফাইটার্স ফ্যামিলি’ শীর্ষক প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে গণ পদযাত্রা বের করে তারা। গণ পদযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য নুরতাজ আরা ঐশী। উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের ছেলে আলহাজ আব্দুর রহিম, গণ অধিকার পরিষদের ফারুক হাসানসহ কয়েক শ’ ভুক্তভোগী ও বস্তিবাসী। এ সময় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা অনিয়ম ও সীমাহীন লুটপাটের কারণে মেয়র আতিকুল ইসলাম ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পদত্যাগ দাবি করেন।

৬ দফা কর্মসূচির মধ্যে অন্যতম হলো-ভাষানটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নের বাধা দূর করা, কলমিলতা বাজারের ক্ষতিপূরণ প্রদানে যথাযথ কর্তৃপক্ষকে বাধ্য করা, ভূমি মন্ত্রণালয় কর্তৃক নর্থ-সাউথ প্রপার্টির চুক্তি বাতিল আদেশ অবিলম্বে প্রত্যাহার করার ব্যবস্থা করা, দুদকের বন্ধ হওয়া তদন্ত কার্যক্রম পুনরায় চালু করা এবং শহীদ পরিবার হিসেবে আলহাজ আব্দুর রহিমের পরিবারের জানমাল ও সম্পদের সুরক্ষা প্রদান করা।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom