ময়মনসিংহে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেফতার বাবা-ছেলে
গ্রেফতাররা হলেন- নগরীর আটানী পুকুরপাড় এলাকার জুলু মিয়া ও তার ছেলে রূপক মিয়া। নিহত আব্দুল বারেক নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকার বাসিন্দা।
প্রথম নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধে আ. বারেক (৬৩) নামে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- নগরীর আটানী পুকুরপাড় এলাকার জুলু মিয়া ও তার ছেলে রূপক মিয়া। নিহত আব্দুল বারেক নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকার বাসিন্দা। আজ শনিবার দুপুর ১২টার দিকে কোতোয়ালি মডেল থানা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন মধ্যরাতে নিহতের ছেলে মো. শামীম হাসান বাদী হয়ে হত্যা মামলা করেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, চর কালীবাড়ি এলাকার নিহত আব্দুল বারেকের সঙ্গে আটানী পুকুরপাড় এলাকার জুলু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার আব্দুল বারেক বাড়ি থেকে ২০০ গজ দূরে জমিতে কাজ করছিলেন। এ সময় জুলু মিয়া ১০ থেকে ১২ জনকে সঙ্গে নিয়ে মালেকের জমিতে প্রবেশ করে গালাগালি করতে থাকেন। আব্দুল বারেক তাদের গালাগালি করতে নিষেধ করেন। ক্ষিপ্ত হয়ে জুলু মিয়া তার সঙ্গে থাকা লোকজনদের নিয়ে দেশি অস্ত্র দিয়ে আব্দুল বারেকের শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করেন। পরিবারের লোকজন বাঁচাতে গেলে আব্দুল বারেকের ভাই আবু বক্কর সিদ্দিককেও ছুরিকাঘাত করা হয়। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে আব্দুর বারেক মারা যান।
পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন আরও বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews