মারা গেছেন গীতিকবি-সুরকার স্বপ্নীল
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন গীতিকবি-সুরকার এফ এইচ সরকার স্বপ্নীল
প্রথম নিউজ, ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন গীতিকবি-সুরকার এফ এইচ সরকার স্বপ্নীল। শনিবার (১৫ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজধানীর একটি হাসপাতালে। মৃত্যুকালে তার বয়স ছিলো ৫৩ বছর।
খবরটি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও সন্দীপন। স্বপ্নীলের প্রায় দুই দশকের গানজীবনের বেশিরভাগ সময় এই দুই শিল্পীর সঙ্গেই কাটিয়েছিলেন।
সন্দীপন বলেন, ‘‘স্বপ্নীলের ভাগ্নে নিহাদ আমাকে বিষয়টি নিশ্চিত করে রাত ১২টার দিকে। চট্টগ্রাম থেকে গানের টানে এসে ঢাকায় আমাদের পথচলা একসঙ্গে শুরু। ২০০৬ সালে প্রকাশ হওয়া আমার একক অ্যালবাম ‘আয় প্রাণের উৎসবে’র সব গান তারই লেখা ও সুর করা। আজ সেই অসাধারণ বন্ধুটাকে হারিয়ে ফেললাম।’’
স্বপ্নীলের লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে, আয় প্রাণের উৎসবে, রোদেলা দুপুরে, জল ছায়া, এখনই বিদায় বলো না, মাঝিরে প্রভৃতি।
স্বপ্নীলের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে গীতিকবি সংঘ বাংলাদেশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: