১০০ কোটি ছুঁই ছুঁই ‘গাঙ্গুবাই’!

শুরু থেকেই বাজিমাত করেছে সঞ্জয় লীলা ভান্সালীর ‘গাঙ্গুবাই কাথিয়াবাড়ি’

 ১০০ কোটি ছুঁই ছুঁই ‘গাঙ্গুবাই’!

প্রথম নিউজ, ডেস্ক : শুরু থেকেই বাজিমাত করেছে সঞ্জয় লীলা ভান্সালীর ‘গাঙ্গুবাই কাথিয়াবাড়ি’। প্রথম দিনেই ১০ কোটি। প্রথম সপ্তাহ শেষে ৩৯ কোটির ঘরে ছবিটি। দ্বিতীয় চলছে। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের দাবি, ষষ্ঠ দিনেও জমিয়ে ব্যবসা করছে ‘গাঙ্গুবাই’। এই ধারা যদি ধরে রাখতে পারে, তাহলে দ্বিতীয় সপ্তাহ শেষে  ১০০ কোটির ঘরে পা রাখবে ছবিটি। সেই অনুযায়ী, আলিয়া ভাটের ছবিটি বলিউডের চতুর্থ ১০০ কোটির ছবির তকমা পাবে। তরণের বক্তব্য, ‘গাঙ্গুবাই’-এর আগে এ তালিকায় নাম রয়েছে ‘সূর্যবংশী’, ‘৮৩’, ‘পুষ্পা: দ্য রাইজ’-এর।

সঞ্জয়ের ছবি থেকে দর্শক এবং বলিউড সাধারণত এ ফলাফলই আশা করে। ছবির নায়িকা আলিয়াও নিশ্চয়ই উদযাপন করছেন তার সাফল্য। কীভাবে? শুক্রবার ভান্সালী প্রযোজনা সংস্থা থেকে একটি ঝলক ভাগ করে নেওয়া হয়েছে। সেই পোস্ট অনুযায়ী, চূড়ান্ত ব্যস্ত আলিয়া। সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছেন ছবির প্রচারের জন্য। এখনও যেন চরিত্রের মধ্যেই বাঁচছেন তিনি। এভাবেই উদযাপন করছেন তিনি।

ওই ঝলকে দেখানো হয়েছে আলিয়ার একটি দিন। নায়িকার সকাল শুরু শরীরচর্চা দিয়ে। প্রশিক্ষকের সহযোগিতায় নানা ধরনের যোগব্যায়াম করছেন। কেটে যাচ্ছে বেশ কিছুটা সময়। তারপরেই গরম জলের ভাপ নিয়ে যত্ন নিচ্ছেন ত্বকের। সেই পর্ব শেষ হতেই শুরু রূপসজ্জা। তিলে তিলে হয়ে উঠছেন ‘গাঙ্গুবাই’। 
চরিত্রের মতোই তিনিও ইদানিং শ্বেতশুভ্র। সাদা শাড়ি বেছে নিচ্ছেন সব জায়গায়। কখনও তার সঙ্গে ফ্রেঞ্চনট, খোঁপা, বিনুনি। পর্দার চরিত্রের মতোই কেশসজ্জায় ফুলের বিন্যাস। এভাবেই আলিয়া করজোড়ে পোজ দিচ্ছেন লাল টুকটুকে হুড খোলা গাড়ির সামনে। কখনও নেপথ্য বাজছে ‘ঢোলিরা’ গানটি। নায়িকা তার তালে ঢোল বাজাচ্ছেন, নেচেও উঠছেন। এখনকার ফ্যাশন শুটেও ‘গাঙ্গুবাই’-সাজ তার। খাওয়া দাওয়া? কাজের ফাঁকে খেয়ে নিচ্ছেন পরোটা, নিরামিষ সবজি। থাকছে প্রচুর পরিমাণে পানি, ফলের রস, কোল্ড কফি।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom