সিনেমায় আসতে চান না আমির কন্যা ইরা
বলিউডের অনেক তারকার ছেলে-মেয়েরাই বাবা-মার পথ অনুসরণ করে এই জগতে পা বাড়িয়েছেন
প্রথম নিউজ, ডেস্ক : বলিউডের অনেক তারকার ছেলে-মেয়েরাই বাবা-মার পথ অনুসরণ করে এই জগতে পা বাড়িয়েছেন। তারকা অভিনেতা আমির খানের বড় ছেলে জুনায়েদ খানও এই মাধ্যমে অভিষেকের অপেক্ষায়। তার প্রথম কাজ, ফিচার ফিল্ম 'মহারাজা'র কাজ চলছে বর্তমানে।
কিন্তু মিস্টার পারফেকসনিস্ট আমির খান কন্যা ইরা খান এক্ষেত্রে ব্যতিক্রম। তিনি বাবা কিংবা ভাইয়ের মতো অভিনয় জগতে আসতে চান না। বরং রূপালী জগত থেকে নিজেকে দূরেই রাখতে চান।
সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে এ নিয়ে মুখ খোলেন ইরা। মানসিক স্বাস্থ্য সমস্যা, ভবিষ্যত পরিকল্পনা এবং আরও অনেক কিছুর সঙ্গে সম্পর্কিত প্রশ্নের জবাব দেন তিনি। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাকে অভিনেত্রী হিসেবে বলিউডে যোগ দেওয়ার পরিকল্পনা জিজ্ঞাসা করেছিলেন। উত্তরে ইরা বলেন, ‘আমি সিনেমায় যোগ দিতে চাই না’।
এটা স্পষ্ট যে ইরা অভিনেত্রী হতে একেবারেই আগ্রহী নন। বরং তিনি পরিচালক হতেই বেশি আগ্রহী।
উল্লেখ্য, আমির কন্যা ইরা ইতিমধ্যেই থিয়েটারে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি 'মিডিয়া' নামে একটি নাটক পরিচালনা করেছিলেন। যেখানে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের স্ত্রী হ্যাজেল কিচ প্রধান ভূমিকায় অভিনয় করেন। কাজটির জন্য ভালো সাড়াও পান ইরা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews