মুক্তির আগেই বিশ্বজয়! প্রথম দিনেই ‘জওয়ান’-এর বাণিজ্য ৫০ কোটি?

মুক্তির আগেই বিশ্বজয়! প্রথম দিনেই ‘জওয়ান’-এর বাণিজ্য ৫০ কোটি?

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: নতুন করে শুরু... এই পথে হেঁটে চেটেপুটে সাফল্য উপভোগ্য করছেন শাহরুখ খান? এটা সিনেবোদ্ধার চর্চার বিষয়। তিনি যে অপ্রতিরোধ্য, প্রমাণ হাতেগরম। খবর, ‘পাঠান’-এর সাফল্যের হাওয়া ‘জওয়ান’-এর গায়েও। মুক্তির আগেই তাই শাহরুখের আগামী ছবি নাকি বিশ্বে বাণিজ্য করে ফেলেছে ৫০ কোটি টাকা! অর্থাৎ, প্রথম দিনেই আবারও তিনি কোটির ক্লাবে। খবর জানাজানি হতেই চওড়া হাসি কিং খানের অনুরাগীদের মুখে। আরও একবার শাররুখ-ম্যানিয়ায় ভুগতে তৈরি সবাই।

ছবিমুক্তির তিন সপ্তাহ আগে থেকে আগাম বুকিং সারা বিশ্বে। খবর, মার্কিন মুলুক, অস্ট্রেলিয়া, ওমান, জার্মানিতে হটকেকের মতো বিক্রি হচ্ছে ছবির টিকিট। এক্ষেত্রেও নতুন ইতিহাস গড়লেন তিনি। সাধারণ, এত আগে কোনও ভারতীয় ছবির অগ্রিম বুকিং বিদেশে হয় না। কিন্তু অভিনেতা শাহরুখ খান হলে বিষয়টাই আলাদা। তাঁর চাহিদা নিজের দেশ ছাড়িয়ে প্রবাসেও। দীপিকা পাড়ুকোন, নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়মণি এই ছবিতে তাঁর সহ-অভিনেতা। বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের দাবি, সবটাই ‘পাঠান’-এর দাক্ষিণ্যে। এই ছবি দিয়েই চার বছর পরে বড়পর্দায় ফিরেছেন নায়ক। এই ছবির জনপ্রিয়তা নতুন করে আগ্রহ বাড়িয়েছে তাঁর সম্বন্ধে।

আরও জানা গিয়েছে, মার্কিন মুলুকে ২৮৯টি প্রেক্ষাগৃহে ইতিমধ্যেই বিক্রি হয়েছে ৪,৮০০টি টিকিট। যার দাম ৭৪.২০০ ডলার। সূত্র: আজকাল