ভাটারায় ট্রাফিক পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৪
রাজধানীর ভাটারায় ট্রাফিক পুলিশের ওপর হামলা ও পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর ভাটারায় ট্রাফিক পুলিশের ওপর হামলা ও পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ এপ্রিল) ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- মো. হালিম (চালক), হাসান মাহাদি অমি (হেলপার), মো.উজ্জ্বল মিয়া ও পারভেজ মিয়া।
এ বি এম আসাদুজ্জামান বলেন, রোববার (৯ এপ্রিল) রাত ৯টায় প্রগতি সরণি সড়কে গ্রুপ ফোর সিকিউরিটি বিল্ডিংয়ের সামনে একটি কাভার্ডভ্যানকে থামার জন্য ইশারা দেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। গাড়িটি থামার পর কাগজপত্র দেখাতে বললে চালক মো. হালিম এতে অস্বীকৃতি জানান। চালক মোবাইল ফোনে অন্য একজনের সঙ্গে কথা বলতে থাকেন। এসময় তিনি ট্রাফিক সার্জেন্টকে মোবাইল ফোনে সেই ব্যক্তির সঙ্গে কথা বলতে বলেন।
তিনি বলেন, দায়িত্বরত পুলিশ সার্জেন্ট কথা বলতে অস্বীকৃতি জানালে বাগ-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের ওপর হামলা চালান ও পুলিশ বক্স ভাঙচুর করে।
ওসি আসাদুজ্জামান বলেন, থানা থেকে অতিরিক্ত ফোর্স এসে ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেয় ও হামলাকারীদের গ্রেপ্তার করে। গুরুতর আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ভাটারা থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।