যাত্রাবাড়ীতে রেস্তোরাঁর আগুনের সূত্রপাত ট্রান্সফরমার বিস্ফোরণে
আজ রোববার সকাল ৬টা ৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় একটি রেস্তোরাঁয় লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।
আজ রোববার সকাল ৬টা ৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সকাল ৬টা ৭ মিনিটে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় একটি রেস্তোরাঁয় আগুন লাগার খবর পেয়ে আট মিনিটের মধ্যে সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে আরও ৯টি ইউনিট যোগ হয়ে মোট ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে রাজধানীর যাত্রাবাড়ীতে আরবেন চাইনিজ ও পার্টি সেন্টারের আগুনের সূত্রপাত বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। রোববার (১১ সেপ্টেম্বর) আগুন নিয়ন্ত্রণ শেষে ঘটনাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্মা।
দিনমনি শর্মা বলেন, আজ সকাল ৬টা ৭ মিনিটে আমরা রেস্টুরেন্টে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার পর আমাদের এক এক করে ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভবনটি চার তলা ও খুবই কনজাস্টেড হওয়ায় আমরা ঘটনাস্থলে ১০টি ইউনিট নিয়ে আসি। পরে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টে থাকা কর্মচারীরা বের হয়ে আসতে পেরেছিল বলে জানা গেছে । তাই এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে চার তলা বিশিষ্ট ভবনটির তিন তলা পর্যন্ত পুড়ে গেছে।
আগুনের সূত্রপাত নিয়ে ফায়ার সার্ভিসের এই উপ-পরিচালক বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি রেস্টুরেন্টটির পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এতে করে রেস্টুরেন্টের ভবনের মিটার বোর্ডে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা। তবে রেস্টুরেন্ট আগুন নেভানোর মতো কিছুই পাওয়া যায়নি। তাই আগুন নেভাতে অনেক বেগ পেতে হয়েছে বলেও তিনি জানান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews