দুদক কর্মকর্তা শরিফকে চাকরিতে পুনর্বহালের দাবি
তিনি বলেন, 'আমরা এদেশে কোনো বিশৃঙ্খলা চাই না। এই স্বাধীন দেশে আবারও কোন আন্দোলনে যেতে চাই না।
প্রথম নিউজ, ঢাকা: দুর্নীতি দমন কমিশনের ওপর সরকারের হস্তক্ষেপ বন্ধ করা ও দুদক কর্মকর্তা শরিফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এইসব দাবি জানায় গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা।
মানববন্ধনে বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী বলেন, 'দুদক কর্মকর্তা শরীফউদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগ তা স্পষ্ট করা হোক। আমরাও জানতে চাই, তার অপরাধ কি ছিলো। কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো।'
তিনি বলেন, 'আমরা এদেশে কোনো বিশৃঙ্খলা চাই না। এই স্বাধীন দেশে আবারও কোন আন্দোলনে যেতে চাই না। তাই সরকারের কাছে দাবি, জানাই দুর্নীতি দমন কমিশনের উপর সরকারসহ প্রভাবশালীদের হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং দুদক কর্মকর্তা শরীফউদ্দিনের চাকরি ফিরিয়ে দিতে হবে।'
হারুন চৌধুরী আরও বলেন, আজকে কোনো প্রশাসন নেই। কেউ কোন কথা বলতে পারেন না। দেশে আজ বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। দুদক কর্মকর্তা শরীফের বিষয়টি জনগণের জানার অধিকার আছে। সরকারি কর্মকর্তাদের জবাবদিহি থাকতে হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক হারুন আল রশিদ খান, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. শামসুল আলম, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালম আজাদ প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: