বাহুবলের চাঞ্চল্যকর হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার
প্রথম নিউজ, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবল এলাকায় জমিজমার বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উস্তার আলী ও ইউসুফ হত্যার ঘটনায় করা মামলার ৪ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
গ্রেপ্তাররা হলেন— কদ্দুছ মিয়া (৫২), জালাল মিয়া (৩৮), আলম মিয়া (২৪) ও সিরাজ মিয়া (৪৩)।
শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর বংশাল ও ওয়ারীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) র্যাব-৩ এর সিনিয়র পরিচালক ও স্টাফ অফিসার (মিডিয়া) মো. আরিফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাহুবলের উস্তার আলী ও ইউসুফের সঙ্গে গ্রেপ্তারদের দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর গ্রেপ্তাররা উস্তার ও ইউসুফের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। পরে তাদের গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইসুফের ভাই পরের দিন বাহুবল মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, মামলার পর থেকে আসামিরা আত্মগোপন চলে যান এবং মোবাইল ফোনে বাদীকে তুলে নেওয়ার হুমকিও দেন। এরই মধ্য র্যাব-৩ এর একটি গোয়েন্দা দল এ বিষয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। গোয়েন্দা নজরদারির একপর্যায়ে গতকাল শনিবার রাজধানীর বংশাল ও ওয়ারীতে অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।