বিশ্বে করোনায় মৃত ও শনাক্ত বেড়েছে
মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের তাণ্ডবে বিশ্বজুড়ে মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েছে
প্রথম নিউজ, ডেস্ক : মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের তাণ্ডবে বিশ্বজুড়ে মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরো চার হাজার ৫০৫ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখেরও বেশি মানুষ। এর আগে বিশ্বে মারা গিয়েছিল দুই হাজার ৩৫৭ জন। আক্রান্ত হয়েছিল আট লাখ ২৪ হাজারেরও বেশি মানুষ। বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ২৯ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৩০৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৬৫ হাজার ৭৪৬ জনে। আর সুস্থ হয়েছে ২৫ কোটি ৫৩ লাখ ৩১ হাজার সাতজন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল পাঁচ কোটি ৭০ লাখ ৭৫ হাজার ৫০৮ জন। মোট মৃত্যু হয়েছে আট লাখ ৪৮ হাজার ৮২৬ জনের। আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় তিন কোটি ৪৯ লাখ ৫৮ হাজার ৭৬৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে চার লাখ ৮১ হাজার ৮৯৩ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন দুই কোটি ২৩ লাখ পাঁচ হাজার ৭৮ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ছয় লাখ ১৯ হাজার ২৪৫ জনের।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: