হলি ফ্যামিলির সেই শিক্ষক সাময়িক বরখাস্ত
রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বুধবার দুপুরে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রতিষ্ঠানটির ফার্মাকোলজি
প্রথম নিউজ, ঢাকা: রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বুধবার দুপুরে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন প্রতিষ্ঠানটির ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরী। এদিন সন্ধ্যায় তাকে প্রতিষ্ঠানটি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. দৌলতুজ্জামান। তিনি বলেন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়ন ও হুমকি দেয়ার অভিযোগটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়ন সংক্রান্ত গঠিত কমিটিতে তদন্তাধীন রয়েছে। চাকরিবিধি অনুযায়ী এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তের পরিপ্রেক্ষিতে চাকরিবিধি অনুযায়ী পরবর্তীতে অন্য কার্যক্রমের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান অধ্যাপক ডা. মো. দৌলতুজ্জামান।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: