বাঘাইছড়িতে ভয়াবহ আগুনে পুড়ল ৬৯ দোকান

বাঘাইছড়িতে ভয়াবহ আগুনে পুড়ল ৬৯ দোকান
ভয়াবহ আগুনে পুড়ল ৬৯ দোকান

প্রথম নিউজ, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে ভয়াবহ আগুনে ৬৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে আহত হয়েছেন স্থানীয় ৫ যুবক। তাদের স্থানীয় দুরছড়ি সেনাবাহিনীর ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাজারের মিলন দের তেল গ্যাসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিল্টু চাকমা। তিনি বলেন, মিলন দে গ্যাসের চুলা মেরামত করে আগুন জ্বালিয়ে পরীক্ষার সময় পাশে থাকা অকটেনে আগুন লেগে চারপাশে ছড়িয়ে পড়ে। ঘটনার পর ব্যবসায়ী মিলন দে পালিয়ে যায়। আগুনের  সংবাদ পাওয়া পর  মারিশ্যা জোনের বিজিবি ও দুরছড়ি সেনাবাহিনী ক্যাম্পের শতাধিক সদস্য স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে পার্শ্ববর্তী উপজেলা দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পরপরই খাগড়াছড়ি ২০৩ রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার পুড়ে যাওয়া বাজার পরিদর্শন করছেন। এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে দুরছড়ি বাজারে একটি ফায়ার পয়েন্ট স্থাপন করা হবে বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, ৬৯টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের মাধ্যমে সহায়তা করা হবে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার বলেন, আমরা এখনো কাজ করছি, কাজ শেষে তদন্তের মাধ্যমে আগুনের বিস্তারিত কারণ জানা যাবে।

উল্লেখ্য, দেশের বৃহৎ উপজেলা বাঘাইছড়ি এখানে ফায়ার স্টেশন না থাকায় প্রায় আগুনে পুড়ে নিঃস্ব হয় মানুষ।

 Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom