পানিতে ডুবে এক স্কুলছাত্রীর মৃত্যু
লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে জোবেদা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

প্রথম নিউজ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে জোবেদা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোসলেহ উদ্দিন খলিফার বাড়ির পুকুরে তার মৃত্যু হয়। স্কুলছাত্রী জোবেদা ওই বাড়ির জাফর ইকবালের মেয়ে। সে হাজিরহাট মিল্লাত একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
জোবেদার স্বজনরা জানান, সে দীর্ঘদিন থেকে মৃগী রোগে ভুগছিল। সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য পুকুরে গেলে পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাকে না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে লাশ ভাসতে দেখে। কমলনগর থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews