বাগাতিপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুই আ.লীগ নেতা আটক
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দয়ারামপুর বাজার থেকে তাদের আটক করা হয়।
প্রথম নিউজ, নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দয়ারামপুর বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব এবং যুগ্ম সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।
থানার এস আই মানিক জানান, চলতি বছরের ২৭ আগস্ট উপজেলার পেড়াবাড়িয়া মহল্লার আসকান আলীর ছেলে আব্দুস সালাম বাদি হয়ে থানায় দায়ের করা একটি মামলায় উপজেলা আওয়ামী লীগের ওই দুই নেতা আব্দুল ওয়াহাব ও খালেকুজ্জামানকে আটক করা হয়।
ওই মামলায় ২০২২ সালের ৫ মার্চ বিএনপির এক কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে হামলা চালানোর এবং বিস্ফোরক দ্রব্য রাখার অভিযোগ করা হয়। এতে সাবেক উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুলসহ ৪৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০-৪০ অজ্ঞাতনামা আসামি করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।