মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন মা

নেশা থেকে ফেরানোর জন্য বারবার চেষ্টা করেও ফেরাতে পারেননি মা

মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন মা

প্রথম নিউজ, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় শফিকুল ইসলাম ওরফে ফারুক মৃধা (৪০) নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসেছেন। ছেলেকে এই নেশা থেকে বারবার ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হন মা। শেষ পর্যন্ত স্থানীয়দের সহায়তায় মাদকসেবী ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন মা।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে ফারুককে ১২ পিস ইয়াবাসহ আটক করে আদালতে পাঠায় পুলিশ। ফারুক মৃধা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাই দিঘীরপাড়া (পূর্ব) গ্রামের আইয়ূব আলী মৃধার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ছেলেকে মাদকের নেশা থেকে ফেরানোর জন্য বারবার চেষ্টা করেও ফেরাতে পারেননি মা। ফারুক ইয়াবা সেবন করে তার মা ও সন্তানের ওপর বিভিন্ন সময়ে মারধরসহ নানাভাবে মানসিক নির্যাতনও করতেন। গত শুক্রবার (৮ অক্টোবর) ফারুকের কাছে ইয়াবা দেখে চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে জড়ো করেন ওই মা। স্থানীয়দের সহযোগিতায় ছেলে ফারুককে আটক করে খবর দেন ভাঙ্গা থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে ১২ পিস ইয়াবাসহ আটক করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, এ ঘটনায় ছেলে ফারুকের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom