বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহে গণপরিবহন বন্ধ: ভোগান্তিতে দূরপাল্লার যাত্রীরা
আজ শনিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহের বিভিন্ন বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায় অভ্যন্তরীণ এবং দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
প্রথম নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া হয়েছে গণপরিবহন। বিএনপির নেতাকর্মীরা হেঁটে, ভ্যানগাড়ি ও রিকশায় সমাবেশে যোগ দিচ্ছেন। তবে ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
আজ শনিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহের বিভিন্ন বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায় অভ্যন্তরীণ এবং দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
এদিকে, ময়মনসিংহে বিএনপির বিভাগীয় কর্মসূচি উপলক্ষে শুক্রবার রাত থেকেই সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। সমাবেশে অংশগ্রহণ বাধাগ্রস্ত করা হতে পারে এমন আশঙ্কা থেকে রাতেই নেতাকর্মীরা নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অবস্থান নিতে শুরু করেন।
শনিবার সকালে নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, সমাবেশে আসা বাধাগ্রস্ত করতে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও তারা বিভিন্নভাবে, অটোরিকশায় করে ও পায়ে হেঁটে সমাবেশে এসেছেন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, সার্কিট হাউজ মাঠের অনুমতি না পাওয়ায় প্রশাসনের মৌখিক নির্দেশে পলিটেকনিক মাঠে গণসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার দুপুরের পর থেকেই ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় সব ধরনের পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে যে যেভাবে পারছেন, সেভাবেই রাত থেকে আসা শুরু করেছেন।
ময়মনসিংহের পুলিশ সুপার মো. মাছুম আহাম্মদ ভুঁঞা বলেন, নিরাপত্তায় শহরজুড়ে পুলিশ থাকবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews