বিএনপি’র নেতাকর্মীরা কেউ বাড়ি ফিরে যাবেন না: খসরু
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিএনপি’র উদ্যোগে এক মহাসমাবেশে এ কথা বলেন তিনি।
প্রথম নিউজ, অনলাইন: এই সরকারকে বিদায় না করা পর্যন্ত বিএনপি’র কোন নেতাকর্মীরা বাড়ি ফিরে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিএনপি’র উদ্যোগে এক মহাসমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশের জন্য ট্রাক দিয়ে অস্থায়ীভাবে মঞ্চ তৈরি করা হয়েছে।
'গণতন্ত্রের ঘাতক, সর্বগ্রাসী দুর্নীতি ও সর্বনাশা অনাচারে লিপ্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি এবং বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নি:শর্ত মুক্তি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনে একদফার এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, সামাজিক কোনো অনুষ্ঠান থাকলে সেখানে আমরা যাবো না। দেশ ও গণতন্ত্র রক্ষায় চেয়ে বড় কোনো অনুষ্ঠান নেই। তাই কোনো অনুষ্ঠানে যাবো না। ঝড় ও বৃষ্টি মানবো না। আর যে কর্মসূচি দেবো, তা শক্তভাবে পালন করতে হবে।
নেতা কর্মীদের উদ্দেশ্যে করে আমির খসরু বলেন, এই সরকারকে বিদায় না করা পর্যন্ত কেউ বাড়ি ফিরে যাবেন না। যাবেন? না। তাই যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবেন ততক্ষণ কেউ যাবেন না।
তিনি বলেন, এখানে আজকে ইন্টারনেট নাই। এর পিছনে যারা কাজ করছেন, তারা হচ্ছেন ভোট চোরদের দালাল। সুতরাং সাবধান।