বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৬০০ জনের বিরুদ্ধে মামলা
বুধবার গাজীপুরের সুতা ব্যবসায়ী রবিউল নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা মহানগরীর বাসন থানার ভোগড়া বাইপাস মোড় এলাকায় একটি পুলিশ বক্স ভাংচুর করে।
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরে সুতা ব্যবসায়ী রবিউল নিহত হওয়ার জেরে পুলিশ বক্সসহ গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনারসহ পুলিশের চার সদস্য আহত হওয়ার ঘটনায় পৃথক দু‘টি মামলা করেছে পুলিশ। একটি মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৪ জন ও অন্য আরেকটি মামলায় চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও ওই দুই মামলায় অজ্ঞাত প্রায় ৬০০ জনকে আসামি করা হয়েছে। বাসন থানার এসআই হানিফ মাহমুদ এ মামলা দুটি করেন। জানা গেছে, বুধবার গাজীপুরের সুতা ব্যবসায়ী রবিউল নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা মহানগরীর বাসন থানার ভোগড়া বাইপাস মোড় এলাকায় একটি পুলিশ বক্স ভাংচুর করে। এ সময় তারা দুটি মোটরসাইকেলসহ ট্রাফিক বক্সে অগ্নিসংযোগ ও প্রায় দুই ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। তাদের ছোঁড়া ইট-পাথরের আঘাতে জিএমপির উপ-কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন, এসআই মতিউজ্জামান, কনস্টেবল রাজিব ও শামীম (ড্রাইভার) আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের গুলি ছুড়ে।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়। মামলায় জামায়াত নেতা মো: খায়রুল হাসান, হোসেন আলী ও মাওলানা ওমর ফারুকের নাম উল্লেখ রয়েছে। এছাড়াও এ মামলায় বিএনপির মহানগর আহ্বায়ক কমিটির সদস্য বশির আহমেদ বাচ্চু, বাসন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, বর্তমান আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তানভীর সিরাজ, শওকত বাবুসহ ১১ জনের নাম রয়েছে। মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। এদের মধ্যে বিএনপি ও জামায়াত-শিবিরের ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলায় আরো উল্লেখ করা হয়, পেয়ারাবাগান এলাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিক্ষোভ ও অবরোধকে কাজে লাগিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট ও সরকারকে উৎখাত করতে উত্তেজিত জনতাকে প্ররোচনা দিয়ে নাশকতা ঘটিয়েছে। অন্য মামলা সরকারি কাজে বাধা দিয়ে পুলিশকে হত্যার করা উদ্দেশে আঘাতসহ সরকারি সম্পদের ক্ষতির অভিযোগে করা হয়েছে। এ মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, অনলাইন জুয়া খেলার অভিযোগে বাসা তুলে নেয়ার পর মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী রবিউলের মৃত্যুকে কেন্দ্র করে বুধবার নগরীর বাসন থানার ভোগড়া বাইপাস মোড়ে বিক্ষোভ করে নিহতের স্বজনরা ও তার নিজ এলাকা রংপুরের লোকজন। একপর্যায়ে তারা পুলিশ বক্সে আগুন ও মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: