ফের এক ফ্রেমে কারিনা-আলিয়া

ফের এক ফ্রেমে কারিনা-আলিয়া

প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বলিউডের দুই লাস্যময়ী অভিনেত্রী আলিয়া ভাট ও কারিনা কাপুর খান। সম্পর্কে তারা ননদ-ভাবিও। এক সিনেমায় অভিনয় করলেও একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি তাদের। সবশেষ ‘উড়তা পঞ্জাব’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল আলিয়া ভাট ও কারিনাকে। এরপর কেটে গেছে বেশ কিছু সময়, এই দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখা যায়নি কোনও ছবিতে। এবার আলিয়া ও কারিনার একসঙ্গে একটি ছবি পোস্ট দেখে জল্পনা তুঙ্গে। শুক্রবার একসঙ্গে শ্যুটিং করতে দেখা যায় দুই অভিনেত্রীকে।

সেই ছবি পোস্ট করে আলিয়া লেখেন, ‘এর চেয়ে ভালো কিছু হতে পারে না। কেউ আমাদের একসঙ্গে একটা ছবিতে কাস্ট করতে পারবেন? তাহলে আমরা সেটে আমাদের বেশিরভাগ সময় একসঙ্গে কাটাতে পারব। ছবির কমেন্ট বক্সে অর্জুন কাপুর লিখেছেন, ‘পু স্কোয়ার’। করণ জোহর লিখেছেন, ‘আমরা এই কাস্ট নিয়ে একটি ছবি বানাতে চাই।’ সেখান থেকেই শুরু হয়েছে জল্পনা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, কোনও একটি ব্র্যান্ডের ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন আলিয়া ভাট ও কারিনা কাপুর।