পূজামন্ডপে হামলার ঘটনা আড়াল করতে গিয়ে গর্ত থেকে সাপ বেরিয়ে আসছে: রিজভী
আওয়ামী লীগ বিভেদ সৃষ্টির কারখানা
প্রথম নিউজ, ঢাকা: কুমিল্লাসহ বিভিন্ন পূজামন্ডপে হামলার ‘আসল’ ঘটনা সরকার আড়াল করতে গিয়ে ‘এখন গর্ত থেকে সাপ বেরিয়ে আসছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কুমিল্লা, নোয়াখালীসহ বিভিন্ন স্থানে পূজামন্ডপে সংঘটিত হামলার ঘটনাবলীর প্রসঙ্গ টেনে আজ বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এরকম মন্তব্য করেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এই দোয়া মাহঠিফল ও আলোচনা সভা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব আপনারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করেছেন। এই দেশে কোন সম্প্রদায়ের মধ্যে কোনো বিভেদ ছিলনা। জনগণের মধ্যে বিভিন্ন বিভেদ সৃষ্টি করেছেন তারা। এই আওয়ামী লীগ হচ্ছে বিভেদ সৃষ্টি করার কারখানা। আগে তো কোন সাম্প্রদায়িক দাঙ্গার কথা শুনি নাই। আপনাদের আমলেই তা শুনছি। কেন আপনাদের আমলে নিজেদেরকে সেকুলার দাবি করেন? আর আপনাদের সময়ে এই সাম্প্রদায়িক ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলে দেশে রক্তপাত সৃষ্টি করেছেন।
রুহুল কবির রিজভী বলেন, আপনারা(সরকার) বলছেন মুখে এককথা। কিন্তু আজ যে সমস্ত অনুসন্ধানী রিপোর্ট গণমাধ্যম করছে, বিভিন্ন পত্র-পত্রিকা করছে- প্রত্যেকটাতেই আওয়ামী লীগ এবং তার ছাত্র লীগের নাম বেরিয়ে আসছে। হাজীগঞ্জের (চাঁদপুর) হৃদয়-ছাত্রলীগের ছেলে। সে তার নেতা-কর্মী দিয়ে কুমিল্লার ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়ে একটা সংঘাতের সৃষ্টি করেছে এবং পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি সে বলছে যে, তার নামে অভিযোগ তাকে দেখে তো মানুষজন বলছে যে, তার লোকজন এই ধরনের কর্মকান্ড করেছে। সে (মেহেদি) বলছে যে, আমি না খোকন মনি নামে ছাত্র দলের সভাপতি সে এই কাজ করেছে…।
এসব তো খবরের কাগজে সুস্পষ্টভাবে সেই বিষয়গুলো উঠছে। আর সেটাকে আড়াল করার জন্য ঢাকায় আছেন অসুস্থ বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নামে মামলা দিয়ে দিলেন, নোয়াখালী থেকে গ্রেফতার করছেন বিএনপি-যুব দলের নেতা-কর্মীদের। কিন্তু বেরিয়ে আসছে..। এখন গর্ত খুঁড়ে কেঁচো বের করতে গিয়ে সাপ বেরিয়ে আসছে।
রিজভী বলেন, সেজন্য আমি বলেছি, সাম্প্রদায়িকতার ঘুমন্ত দানবকে জাগিয়ে তুলে নিজেদের সকল ব্যর্থতা ঢাকার চেষ্টা করেছে। কিন্তু এই দানব যে আপনাদেরও ঘাড় মঠকিয়ে দেবে এটা আপনারা এখনো টের পাচ্ছেন না।এরা(আওয়ামী লীগ) এমন একটি রাজনৈতিক দল যারা জনগণের রক্তপাতের মধ্য দিয়ে জনগণের রক্তচুপে নিয়ে তারা নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে চায়। এটাই হচ্ছে তাদের অভিপ্রায়, এটাই হচ্ছে তাদের রাজনৈতিক কর্মসূচি। এই রাজনৈতিক কর্মসূচি নিয়ে আজকে ১৪ বছর অন্যায়ভাবে গণতন্ত্রকে হত্যা করে, গণতন্ত্রকে কবরে দিয়ে, গোরস্তানে পাঠিয়ে মানুষের সকল অধিকারকে আজকে ডাকাতের মতো, দুস্যর মতো তারা ক্ষমতায় বসে জনগনের ওপর লাঠি ঘুরাচ্ছে।
তিনি বলেন, ওরা সারাদেশে দুর্বৃত্তপনা করছে। আজকে আপনি দেখবেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগাম সব বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জিতছে। আপনি কথা বলবেন পুলিশ হামলা দিয়ে ঝাঁপিয়ে পড়বে। তারপরও আপনি শেখ হাসিনাকে বলতে হবে উনি গণতন্ত্রী, উনি গণতন্ত্র দিয়েছেন। ফ্যাসিবাদ, নাতসীবাদ তো। এখানে শাসক দলের যিনি প্রধান তিনি যা বলবেন তাই সকলকে মানতে হবে। তার লোকরা, এই ওবায়দুল কাদের সাহেব, এই হাসান মাহমুদ সাহেব, আরো অনেক সাহেবরা আছেন তারা কেউ গোয়েবেলসের ভুমিকা পালন করছেন, তারা কেউ আইয়ুব খানের ভুমিকা পালন করছেন। এখন জাস্ট … । নাতসীরা সব সময় দেশে দেশে, একদলীয় দুঃশাসনের যারা কর্ণধার তারা দেশে দেশে মিথ্যার ওপর টিকে থাকতে হয়েছে। কারণ তাদের তো জবাবদিহি করতে হয় না জনগনের কাছে, তাদের নির্বাচন করতে হয় না, তাদের ভোট করতে হয় না..। সেজন্য মিথ্যা দিয়ে জনগনকে বিভ্রান্ত করে টিকে থাকার তারা চেষ্টা করে।।
রিজভী বলেন, কুমিল্লার পূজামন্ডপ থেকে শুরু করে রংপুরের পীরগঞ্জে এই যে নারকীয় তান্ডব এটার সকলের পেছনে আপনি দেখবেন যে সরকারি দল, ক্ষমতাসীনরা। আমরা যেটা বার বার বলে আসছি যে, সরকার এটা(পূজামন্ডপে কোরআন ও পূজামন্ডপে হামলার ঘটনা) সাথে জড়িত কোনো কোনভাবে। সেই জিনিসগুলো প্রতিদিন বেরিয়ে আসছে। তাদের(সরকার) এতো সেন্সরশীপ, ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ। কেউ ফেইসবুকে কিছু লিখেছেন সেখানে শেয়ার করলে পরে তাদেরকেও আটক করে দিয়ে যাচ্ছে। এতো কিছু করার পরেও সত্য বেরিয়ে আসছে। বেরিয়ে আসছে এই সব ঘটনার সাথে ক্ষমতাসীন দলের ছাত্রলীগ যুব লীগ এবং তাদের বংশবদরাই্ জড়িত থাকার বিষয়টি।
জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহবায়ক রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিমের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, উলামা দলের সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews