পাকিস্তান এখন দীর্ঘশ্বাস ফেলে : তথ্যমন্ত্রী
আজকে স্বাধীনতার ৫০ বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সে অপশক্তি এবং তাদের দোসরেরা এখনও সক্রিয় আছে।
প্রথম নিউজ, ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে পাকিস্তানের মানুষ আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।
আজ বৃহস্পতিবার মহান বিজয় দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার ৫০ বছর পর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ রচনার স্বার্থকতা সেখানে এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বার্থকতা সেখানে আজকে বাংলাদেশ সমস্ত সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে। পাকিস্তানের মানুষ আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।
তিনি বলেন, আজকে স্বাধীনতার ৫০ বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, সে অপশক্তি এবং তাদের দোসরেরা এখনও সক্রিয় আছে।
তথ্যমন্ত্রী বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, জাতির পিতার কন্যার নেতৃত্বে বাংলাদেশ সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে, সমস্ত অপশক্তিকে পদদলিত করে, প্রতিবন্ধকতা উপড়ে ফেলে জাতির পিতার স্বপ্নের ঠিকানায় দেশকে আমরা পৌছাতে পারবো।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: