নাসিকে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলমের কাছে চাঁদা দাবির অভিযোগ
শনিবার রাতে এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
প্রথম নিউজ,নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকারের কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। পুলিশ তার অভিযোগটি গ্রহণ করলেও জিডি কিংবা মামলা হিসেবে নথিভুক্ত করেনি।
লিখিত অভিযোগে তৈমুর আলম খন্দকার উল্লেখ করেন, 'আমি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী। গত কয়েকদিন ধরে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) লোক পরিচয় দিয়ে (০১৬১৮-৭৪৪১১১) মোবাইল নম্বর থেকে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন দিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবি করছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আমার অনুরোধ রইলো।'
এ ব্যাপারে জানতে চাইলে তৈমুর আলম খন্দকার বলেন, বিষয়টি খুবই বিব্রতকর। গত কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে আমি বিরক্ত হচ্ছিলাম। তাই পুলিশকে না জানিয়ে পারলাম না। আইনি সহায়তা চেয়ে লিখিতভাবে পুলিশকে ঘটনাটি জানিয়েছি।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান বলেন, তিনি লিখিত অভিযোগ করেছেন। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। সত্যতা পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: