খালেদা জিয়ার চিকিৎসা দিতে ব্যর্থ হলে বাংলাদেশ পরাজিত হবে: টুকু
আমাদের জীবন দিয়ে হলেও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিলীন হতে দেব না
প্রথম নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা দিতে ব্যর্থ হলে বাংলাদেশ পরাজিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি'র আয়োজনে সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশ মানেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার চিকিৎসা দিতে ব্যর্থ হলে পরাজিত হবে বাংলাদেশ। বিলীন হবে বাংলাদেশের স্বাধীনতা। দিতে হবে গণতন্ত্র।
তিনি বলেন, আমরা জিয়ার সৈনিকেরা বেঁচে থাকতে কখনো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব পরাজিত হতে দিতে পারিনা। আমাদের জীবন দিয়ে হলেও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিলীন হতে দেব না। সমাবেশে যুবদলের সাধারণ সম্পাদক টুকু প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ত্বরান্বিত করতে রাজপথে আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি'র সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপি'র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: