নরসিংদীতে রাজমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার

প্রথম নিউজ,নরসিংদী: নরসিংদী সদর উপজেলায় দুলাল মিয়া (৩৯) নামে এক রাজমিস্ত্রির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে পতিত জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলাল সদর উপজেলার নজরপুর গ্রামের আবুল হাশেম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে পতিত জমিতে একটি মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে মরদেহটি দুলাল মিয়ার বলে শনাক্ত করেন। পরে পুলিশ এসে সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে।
নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews