মোটরসাইকেল কেনার ২৪ ঘণ্টার মধ্যে প্রাণ গেল কলেজছাত্রের
জানা গেছে, নতুন মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ গোমতী নদীর পাড়ে ঘুরতে গিয়েছিল মাফি। রাত ৯টায় আইল্যান্ডে মোটরসাইকেল উল্টে যায়। এতে মাফিসহ তার দুই বন্ধু আহত হয়।
প্রথম নিউজ, কুমিল্লা: কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে এবার এসএসসি পাস করে ফারহান আঞ্জুম মাফি (১৭)। ভর্তি হয়েছিল নগরীর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে। আবদার মেটানোর জন্য বাবা কিনে দিয়েছিলেন মোটরসাইকেল। কিন্তু শখের মোটরসাইকেল কেনার ২৪ ঘণ্টার মধ্যে প্রাণ গেল মাফির। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে মোটরসাইকেল উল্টে নিহত হয় মাফি।
জানা গেছে, নতুন মোটরসাইকেল নিয়ে দুই বন্ধুসহ গোমতী নদীর পাড়ে ঘুরতে গিয়েছিল মাফি। রাত ৯টায় আইল্যান্ডে মোটরসাইকেল উল্টে যায়। এতে মাফিসহ তার দুই বন্ধু আহত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাফির বাবা দৈনিক আমাদের কুমিল্লার সাহিত্য সম্পাদক কবি দীপ্র আজাদ কাজল। তিনি জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় দায়িত্বরত চিকিৎসক মাফিকে মৃত ঘোষণা করে। আহত দুইজন চিকিৎসাধীন রয়েছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews