নিজের বায়োপিক তৈরি হোক কেন চান না মিঠুন?

বলিউড হোক বা টলিউড, তার সুপারহিটের তালিকা দীর্ঘ

নিজের বায়োপিক তৈরি হোক কেন চান না মিঠুন?
নিজের বায়োপিক তৈরি হোক কেন চান না মিঠুন?-প্রথম নিউজ

প্রথম নিউজ, ডেস্ক : বলিউড হোক বা টলিউড, তার সুপারহিটের তালিকা দীর্ঘ। কলকাতা থেকে মুম্বাই পাড়ি দিয়ে নিজের দক্ষতায় হিন্দি সিনেমার জগতে নিজের জমি তৈরি করেছেন মিঠুন চক্রবর্তী।

সুপারস্টার মিঠুনের জীবনের গল্প কোনো চিত্রনাট্যের থেকে কম নয়। তবে সেই গল্প যেন পর্দায় না উঠে আসে, এমনটাই ইচ্ছা সুপারস্টারের। কিন্তু যে গল্প অনুপ্রাণিত করতে পারে লাখ লাখ মানুষকে, সেই গল্প সিনেমায় তুলে আনতে কেন চান না অভিনেতা? মিঠুনের কথা অনুযায়ী তার গায়ের রঙের জন্য তাকে জীবনে অনের কথা শুনতে হয়েছে, তিনি চান না এরকম আর কারোর সঙ্গে হোক।

সম্প্রতি সা রে গা মা পা লিটিল চ্যাম্পসের ডিস্কো কিং স্পেশাল এপিসোডে পদ্মিনী কোলাপুরীর সঙ্গে হাজির থাকবেন মিঠুন চক্রবর্তী। সেখানেই বায়োপিক প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন, ‘আমি চাই না যে আমি জীবনে যে যে সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি সেগুলো অন্য কাউকে সম্মুখীন হতে হোক। প্রত্যেকেই স্ট্রাগল করেছে। প্রত্যেকেই কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে, কিন্তু আমাকে সবসময়ই আমার গায়ের রং নিয়ে কথা শুনতে হয়েছে। জীবনের অনেকটা সময় আমাকে চামড়ার রঙের জন্য অসম্মানিত হতে হয়েছে। আমাকে খালি পেটেই শুতে হয়েছে। কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়তাম।’

পাশাপাশি মিঠুন চক্রবর্তী বলেন, যে একটা সময় ছিল যখন তাকে সবসময় ভাবতে হত, এরপর কোথায় থেকে খাবার জুটবে, কোথায় ঘুমাতে পারবেন। অভিনেতা বলেন, ‘আমি অনেকদিন ফুটপাতে শুয়েছি। আর এই কারণেই আমি চাই না যে, আমার বায়োপিক কখনো তৈরি হোক। আমার গল্প কাউকে অনুপ্রাণিত করবে না। সেই গল্প তাদের মানসিকভাবে আরও ভেঙে দেবে, তাদের স্বপ্ন পূরণে বাধা হবে, তাদের হতাশ করবে। আমি চাই না সেটা হোক। যদি আমি এটা করতে পারি, তাহলে যে কেউ সেটা করতে পারে।’ সেটে উপস্থিত সবাই মিঠুনের গল্প শুনে আবেগতাড়িত হয়ে পড়েন। প্রত্যেক প্রতিযোগীকেই সুপারস্টার বলেন যে, জীবনে কখনও হাল ছাড়বে না। চেষ্টা চালিয়ে যাবে, তোমার স্বপ্ন পূরণ হবেই।